সিদীপে মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় ২০২৩ সালের মহান বিজয় দিবস উদযাপন করেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ)। বাঙালির এই বিজয়োৎসবে শরিক হয়ে সিদীপ তার প্রধান কার্যালয়সহ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জার আয়োজন করে। প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ের সব অফিসে সূর্যোদয়ের পরপরই জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সূর্যাস্তের আগে তা নামিয়ে আনা হয়। সব শাখা অফিস থেকে স্থানীয় প্রশাসন নির্দেশিত শহিদ মিনার বা স্মুতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সিদীপ কর্মীগণ স্থানীয় প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।। সিদীপের শিক্ষা সহায়তা কর্মসূচির সব শিক্ষাকেন্দ্রে শিশুদের জন্য এ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং তাদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া কর্ম-এলাকার বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার ও ভবঘুরে আশ্রয়কেন্দ্রসমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। সিদীপের ওয়েবসাইট ও প্রকাশনায় দিবসটি নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।