বাবর রোডে সিদীপের নতুন ভবন উদ্বোধন করলেন এম আর এ-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ( গ্রেড-১) জনাব মোঃ ফসিউল্লাহ্
সিদীপের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে ০২ জানুয়ারি, ২০২৪। উদ্বোধন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির (এম আর এ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ( গ্রেড-১) জনাব মোঃ ফসিউল্লাহ্। আদাবরের শেখেরটেক থেকে সিদীপের প্রধান কার্যালয় এই নতুন ভবনে (বাড়ি নম্বর ২২/৯, ব্লক-বি, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭) এদিন আনুষ্ঠানিকভাবে স্থানান্তর করা হয়।
বেলা ১১ টায় নামফলক উন্মোচনের মাধ্যমে নতুন সিদীপ ভবনের শুভ উদ্বোধন করেন জনাব মোঃ ফসিউল্লাহ্। এরপর তিনি ফিতা কেটে নতুন ভবনে প্রবেশ করেন এবং সিদীপ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এরপর তিনি মুজিব কর্নার উদ্বোধন করেন এবং ‘মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার’ পরিদর্শন করেন। পরে তিনি নতুন ভবনের ষষ্ঠ তলায় মোহাম্মদ ইয়াহিয়া অডিটরিয়ামে সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের সহধর্মিণী জনাব নাঈমা খাতুন, সিদীপ পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল বারি এবং সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদাকে সঙ্গে নিয়ে কেক কাটেন। এরপর তিনি এবং এমআরএ থেকে আগত অতিথিগণ সিদীপের ডায়েরি ও ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন। এর ঠিক পরপরই শুরু হয় মতবিনিময় সভা। প্রথমেই সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা তার স্বাগত বক্তব্যে সিদীপের যাত্রালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত গৃহীত ও পরিচালিত নানা উন্নয়ন ও উদ্ভোবনী কর্মসূচির সংক্ষিপ্ত বর্ণনা দেন এবং উন্নয়ন অগ্রযাত্রায় সিদীপের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। এ পর্বের শেষ পর্যায়ে তিনি সিদীপের সাম্প্রতিকতম উদ্ভাবনী কর্মসূচি মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার’-এর সবিশেষ তথ্য পরিবেশন করে এর চিন্তাদ্রষ্টা আলমগীর হোসেনকে পরিচয় করিয়ে দেন এবং তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পর্যায়ে তিনি সিদীপের এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিম এবং সিদীপের মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের অবদানের প্রশংসা করে তাদের পরিচয় করিয়ে দেন। এরপর সিদীপের মাঠ পর্যায় এবং প্রধান কার্যালয়ের কয়েকজন প্রবীণ ও নবীন কর্মকর্তা সিদীপের যাত্রালগ্ন থেকে তাদের বেশকিছু চমকপ্রদ স্মৃতিচারণ করেন। সিদীপের এক নবীন কর্মকর্তা সিদীপের সদা পরিবর্তনশীল উন্নয়ন কাণ্ডের মাহাত্ম্য তুলে ধরে বলেন, ‘Change is the only constant’ এবং ‘Change is inevitable’..একজন নবীন নারী কর্মকর্তা সিদীপের নারীবান্ধব কর্ম-পরিবেশের প্রশংসা করে নতুন ভবনে নারী কর্মকর্তাদের জন্য শিশু লালনকেন্দ্র চালুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর একটি গতিশীল উন্নয়ন সংস্থা হিসেবে সিদীপের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন এমআরএ-এর পরিচালক জনাব মুহম্মদ শহিদুল ইসলাম; পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ এবং সিআইবি ম্যানেজমেন্ট শাখা) জনাব নূরে আলম মেহেদী এবং নির্বাহী পরিচালক, সাপোর্ট সার্ভিস জনাব মুহম্মদ মাজেদুল হক। এরপর সিদীপের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া সিদীপের শিক্ষা সহায়তা কর্মসূচি এবং স্বাস্থ্যসেবা কর্মসূচির প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন।
জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে প্রধান অতিথির বক্তবের শুরুতেই জনাব মোঃ ফসিউল্লাহ্ শহীদ কর্নেল জামিলের স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশটা আমাদের। কী সুন্দর এই দেশ! এই দেশটাকে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের। নারীশিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের এই দেশ। আর এই অগ্রযাত্রায় নবীন ও চৌকশ নির্বাহী পরিচালক মিফতার নেতৃত্বে অবদান রেখে চলেছে সিদীপ। সে বিদেশে গিয়ে অনেক কিছু করতে পারতো, সেই যোগ্যতা তার রয়েছে, কিন্তু তা না করে সে সিদীপের হাল ধরেছে। সর্বজনীন পেনশন নিয়ে আমাদের অনেক ভাবনাচিন্তা রয়েছে।
সভাপতির বক্তবে জনাব ফজলুল বারি আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালককে নিয়ে স্মৃতিচারণ করে বলেন, সে নিজেও সন্দিহান ছিল যে এ প্রতিষ্ঠান সফল হবে কি-না। কিন্তু তার পরেও সে লেগে থেকে কাজ করে গেছে এবং সফল হয়েছে। তিনি জানান, একটি স্টাডি গ্রুপ সিদীপের সার্বিক কর্মকাণ্ড নিয়ে কাজ করছে এবং খুব শিগগিরই তারা এটির চূড়ান্ত রিপোর্ট পেশ করবে। এরপর তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভা শেষ করেন। এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সিডিএফ-এর নির্বাহী পরিচালক জনাব আবদুল আওয়াল, পপি'র ডিরেক্টর মোঃ মশিউর রহমান , দিশা কুষ্টিয়ার সহকারী নির্বাহী পরিচালক এবং সিদীপ সাধারণ পরিষদের সদস্য জনাব নাজমুস সালেহীন। এরপর সিদীপ প্রদত্ত ভোজসভায় যোগ দেন বিভিন্ন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এবং আমন্ত্রিত অতিথিরা।