সিদীপের শিক্ষা সুপারভাইজারদের মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার বিষয়ক কর্মশালা, পুরস্কার বিতরণ ও সমাজকর্মী-সম্মাননা প্রদান

১১ ফেব্রুয়ারি শেখেরটেকে সিদীপ প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত হয় সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেসের (সিদীপ) শিক্ষা সুপারভাইজারদের জন্য মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার বিষয়ক কর্মশালা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সমাজকর্মী- সম্মাননা প্রদান অনুষ্ঠান। উল্লেখ্য, সিদীপ তার উদ্ভাবনী কর্মপ্রয়াসের ধারাবাহিকতায় সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের নামে সকলের জন্য উন্মুক্ত একটি পাঠাগার গড়ে তোলার উদ্যোগ নেয় ২০২২ সালের ০২ জুলাই থেকে। সাধারণত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উন্মুক্ত স্থানে এই পাঠাগার স্থাপন করা হয়, যেখান থেকে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও যে কেউ ইচ্ছেমতো বই নিয়ে পড়তে পারে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজেকে একজন সমাজকর্মী বলে পরিচয় দেয়া পিপলস ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান ও সমাজকর্ম অনুষদের সহযোগী অধ্যাপক এবং সিএসডব্রিউপিডি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব হাবিবুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া, সিদীপ সাধারণ পরিষদের সদস্য নার্গিস ইসলাম এবং সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগারের পরিচালক এবং সিদীপের ডেপুটি ম্যানেজার আলমগীর হোসেন। অনুষ্ঠানের এক পর্যায়ে মোহাম্মদ ইয়াহিয়া গ্রন্থাগারের জন্য বেশকিছু মূল্যবান বই প্রদান করেন সিদীপ সাধারণ পরিষদের সদস্য নার্গিস ইসলাম।

সিদীপের শিক্ষা সুপারভাইজারদের পাঁচ পর্বের প্রথম পর্বে এ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।  সমাজকর্মের অংশ হিসেবে মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার গড়ে তুলছেন বলে শিক্ষা সুপারভাইজারদের সমাজকর্মী হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।