সিদীপ কৈশোর কর্মসূচির পরিচালনায় বন্দর উপজেলায় মিনি ম্যারাথন ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
‘মেধা ও মননে সুন্দর আগামী’ প্রতিপাদ্যকে সামনে রেখে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) আগামী প্রজন্মকে দেশের উন্নয়নযাত্রায় শরিক করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার বন্দর, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় পরিচালনা করছে কৈশোর কর্মসূচি। তারই ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারি, রবিবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাসিক ২৭নং ওয়ার্ডের চাঁপাতলী খেলার মাঠে সিদীপ কৈশোর কর্মসূচির আওতায় আয়োজন করা হয়েছিল উপজেলাভিত্তিক মিনি ম্যারাথন ও ফুটবল টুর্নামেন্ট। সিদীপের সোনারগাঁও জোনের ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মোহাম্মদ ইসহাক আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন মহিন মাতবর। এ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ শেষে তিনি তার বক্তব্যে বলেন, ‘মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তোমরা লেখাপড়া ও খেলাধুলায় সম্পৃক্ত থাকলে অপসংস্কৃতি ও অপরাধমূলক কাজ থেকে দূরে থাকতে পারবে। সিদীপ গত বছরেও এই মাঠে এমন একটি আয়োজন করেছিলো এবং অদূর ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। এমন সুন্দর আয়োজনের জন্য আমি সিদীপ ও পিকেএসএফকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’
এ উপজলোর ৫টি ইউনিয়নের যুবকদের অংশগ্রহণে ম্যারাথন দৌড় প্রতিযোগিগতা এবং ফুটবল টুর্নামেন্ট উপভোগ করে স্থানীয় জনসাধারণ সিদীপের এ আয়োজনের বিশেষ প্রশংসা করে।