সিদীপ ভবনে একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব রফিক আহমাদকে সংবর্ধনা

“মমতা ফাউন্ডেশন” চট্টগ্রাম এর প্রধান নির্বাহী জনাব আলহাজ্ব রফিক আহামদ  “সমাজসেবা” ক্ষেত্রে একুশে পদক-২০২৪ লাভ করেছেন। তাঁর এই অসামান্য অর্জনে জন্য "সিদীপ"-এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় । উক্ত অভিবাদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা ফাউন্ডেশন-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিদীপ-এর প্রধান নির্বাহী, সাধারণ পর্ষদের সদস্য  ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

 

-