যথাযোগ্য মর্যাদায় সিদীপে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ) যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। সিদীপের প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ের সব শাখা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দিনটিকে স্মরণ করে। এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় সিদীপ ভবনের মোহাম্মদ ইয়াহিয়া অডিটরিয়ামে শহিদ দিবস ও মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এতে সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া এবং সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদাসহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা অংশ নেন। মূল আলোচক হিসেবে জনাব শাহজাহান ভুঁইয়া দিবসটির তাৎপর্য তুলে ধরে উল্লেখ করেন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতিসত্তার ভিত্তি স্থাপিত হয়েছিল।
২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টায় সিদীপ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির (এমআরএ) নেতৃত্বে সব এনজিও’র অংশগ্রহণে প্রভাতেফেরিতে অংশ নেয় এবং সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদার নেতৃত্বে সিদীপ প্রতিনিধি দল জাতীয় শহিদ মিনারে পুষ্পস্তবক নিবেদন করে। প্রভাতফেরিতে এক পর্যায়ে এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ্ সিদীপের প্রভাতফেরিতে শরিক হন।
মাঠ পর্যায়ের সব শাখায় এদিন সূর্যোদয়ের সময় জতিীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলন করা হয়। মাঠ পর্যায়ের সকল কর্মী এদিন স্থানীয় প্রশাসন নির্দেশিত স্থানে পুষ্পস্তবক অর্ফণ করেন এবং স্থানীয় প্রশাসন আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নেন।
সিদীপ ওয়েবসাইটে এ দিনের প্রথম প্রহর থেকে শ্রদ্ধাজ্ঞাপক ব্যানার প্রদর্শন করা হয় এবং সিদীপে পালিত অনুষ্ঠানমালা প্রচার করে।