নারীর সম অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সিদীপে আন্তর্জাতিক নারী দিবস পালিত

০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বে প্রতি বছর অত্যন্ত মর্যাদার সঙ্গে দিবসটি পালিত হয় । এ উপলক্ষে ০৭ মার্চ, ২০২৪ সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ে আয়োজন করেছিল নানা অনুষ্ঠান। আন্তর্জাতিকভাবে বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নারীর সম-অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’।

নারী দিবস পালনের ইতিহাস ১১৬ বছরের। ১৯০৮ সালে আমেরিকার নিউইয়র্কে একদল গার্মেন্টসকর্মী নারীদের বেতন বৃদ্ধি, কর্মঘণ্টা কমানো এবং নারীদের ভোটাধিকার পাওয়ার আন্দোলনের মধ্য দিয়ে এক নবজাগরণের সৃষ্টি হয় এবং রচিত হয় নারী দিবসের প্রম পটভূমি। এই আন্দোলনকে শ্রদ্ধা জানাতে আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশে ১৯১১ সালের ১৯ মার্চ প্রমবারের মতে নারী দিবস পালন করা হয়। এবং পরবর্তী সময়ে নারীদের সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অর্জনকে স্বীকৃতি দিতে ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ ০৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ঘোষণা করে। তখন থেকে সারা বিশে^ দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। এটি লিঙ্গ বৈষম্য এবং বৈষম্যের অবসান এবং লিঙ্গ সমতা অর্জনের প্রচেষ্টাকে অনুপ্রাণিত করার একটি অনন্য প্রয়াস।

০৭ মার্চ অফিস শুরুর সময়ে সকল সহকর্মীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে নারী দিবসের ব্যাজ পরিয়ে দেয়া হয়। সকাল ১০টা থেকে সিদীপের প্রধান কার্যালয়ে এ উপলক্ষো আয়োজন করা হয় স্বাস্থ্য ক্যাম্প। বেলা ১টায় সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা সকল ইএমটি সদস্য এবং প্রধান কার্যালয়ের নারী সহকর্মীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এরপর বেলা ১টা ৩০ মিনিটে সিদীপের প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ের সকল নারী কর্মীর সঙ্গে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাইক্রোসফট মিনিটস-এর মাধ্যমে ‘মুক্তকথন’ আয়োজন করা হয়। সিদীপের নারী কর্মিগণ এ সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কর্মক্ষেত্রে তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ সেসব সমাধানের আশ্বাস দেন। বেলা তিনটায় প্রধান কার্যালয়ের মোহাম্মদ ইয়াহিয়া অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সিদীপের প্রধান কার্যালয়ের সকল সহকর্মী ছাড়াও পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া অংশ নেন। এ পর্বের প্রথমেই  এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য ‘নারীর সম-অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এবং ‘গ্যাপস অ্যান্ড রিমেডিস ইন ওম্যান’স ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাট সিদীপ; শিরোনামে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থান করেন সিনিয়র ম্যানেজার (ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড অর্গানাইজেশন ডেভেলপমেন্ট) ফারহানা ইয়াসমিন। এরপর মুক্ত আলোচনায় অংশ নেন বেশ কয়েকজন কর্মকর্তা । দিবসটির ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজার (রিসার্চ অ্যান্ড পাবলিকেশন) জনাব আলমগীর হোসেন খান। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া ০৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উদ্ধৃতি দিয়ে নারী মুক্তির প্রসঙ্গ তুলে ধরেন। এরপর সিদীপ কর্মিগণ বেশ কয়েকটি খণ্ড নাটকের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। মাঠ পর্যায়ের শাখাগুলোতে শিক্ষা সহায়তা কর্মসূচির শিক্ষিকাদের নিয়ে শিক্ষা সুপারভাইজারগণ প্রধান কার্যালয়ের দিকনির্দেশনা অনুসরণ করে ওরিয়েন্টেশন আয়োজন করেন।