সিদীপে ষষ্ঠ শিক্ষালোক লেখক-শিল্পী সম্মিলন অনুষ্ঠিত

৯ মার্চ ২০২৪এ বেসরকারি উন্নয়ন সংস্থা সিদীপের গ্রন্থাগার ও সভাকক্ষে '৬ষ্ঠ শিক্ষালোক লেখক-শিল্পী সম্মিলন’ অনুষ্ঠিত হয়। সম্মিলনে আলোচ্য বিষয় ছিল ‘জাতি গঠনে পাঠাগারের ভূমিকা ও আমাদের মুক্তপাঠাগার’ এবং ‘শিক্ষার ধারণা বিস্তারে শিক্ষালোক’। এ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শিক্ষাবিদ শহিদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট আবৃত্তিশিল্পী অধ্যাপক নিরঞ্জন অধিকারী।


প্রথম ও দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে সিদীপের ভাইস চেয়ারম্যান শাজাহান ভুঁইয়া ও চেয়ারম্যান ফজলুল বারি। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শিক্ষালোকের নির্বাহী সম্পাদক আলমগীর খান। সিদীপের গবেষণা কর্মকর্তা মনজুর শামসের সূচনা বক্তব্যের পর মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার নিয়ে প্রারম্ভিক আলোচনা উপস্থাপন করেন সিদীপের গবেষণা ও প্রকাশনা কর্মকর্তা মো. মাহবুব উল আলম।

এরপর শিক্ষা ও মুক্তপাঠাগার নিয়ে আলোচনা করেন ইউল্যাব শিক্ষক খান মো. রবিউল আলম, সাম্প্রতিক দেশকাল পত্রিকার সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ, দিল্লী ইউনিভার্সিটি থেকে আগত কলেজ অব আর্টসের শিক্ষক সঞ্জয় শর্মা, কবি সৈকত হাবিব, শিল্পী জাহিদ মুস্তাফা, লেখক-গবেষক সালেহা বেগম, জনবিজ্ঞান সাময়িকীর সম্পাদক আইয়ুব হোসেন, লেখক সিরাজুদ দাহার খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক গ্রন্থাগারিক মোশাররফ হোসেন, বার্ডের সাবেক কর্মকর্তা শিরিন হোসেন, পুষ্টিবিদ ফাহমিদা করিম, শিল্পী শিশির মল্লিক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা রঞ্জন মল্লিক, শিল্পী দিলরুবা পাপিয়া, লেখক রিয়াজ মাহমুদ, সংস্কৃতিকর্মী নাজনীন সাথী, শিক্ষক মোজাম্মেল হক পাটোয়ারী, উন্নয়নকর্মী অনার্য নাঈম, কবি হোসেন আল মামুনসহ অনেকে।