সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক উন্নয়ন কর্মবীর মোহাম্মদ ইয়াহিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক উন্নয়ন কর্মবীর মোহাম্মদ ইয়াহিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় সংস্থার প্রধান কার্যালয়ে দোয়া ও স্মরণ সভা আয়োজিত হয়। এ উপলক্ষে সকালে সিদীপ প্রধান কার্যালয়ের কর্মীরা তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন। দুপুরে প্রধান কার্যালয়ে আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও প্রধান কার্যালয়ে স্থাপিত মোহাম্মদ ইয়াহিয়া গ্রন্থাগারের পাঠকদের মধ্যে তিনজন সেরা পাঠককে পুরস্কার প্রদান করা হয়। এ আয়োজনে সংস্থার চেয়ারম্যান ফজলুল বারি, প্রয়াত নির্বাহী পরিচালকের সহধর্মিণী নাঈমা খাতুন ও নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদাসহ প্রধান কার্যালয়ের সকল কর্মী উপস্থিত ছিলেন। সংস্থার মাঠপর্যায়েও সকল শাখায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে ২০২০ সালের ২২ আগস্ট তিনি ইন্তেকাল করেন।