নাটোরের বনপাড়ায় উৎপাদিত পেয়ারা বাজারজাতকরণে সিদীপের উদ্যোগ
নাটোর জেলায় সিদীপের বনপাড়া ব্রাঞ্চের কয়েকজন সদস্য পেয়ারা চাষ করেন। এবার তাদের চার/পাঁচ বিঘা জমিতে পেয়ারার ফলন ভাল। পূর্বে এসব পেয়ারা ট্রাক ভর্তি হয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, ভৈরব, সিলেট, বগুড়া, রংপুরসহ বিভিন্ন জেলায় যেত। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ও আতংকে চাষীরা পেয়ারা বিক্রয় করতে হিমসিম খাচ্ছিলেন। এমন পরিস্থিতে সিদীপ বনপাড়া ব্রাঞ্চের কয়েকজন কর্মী একজন পাইকারি বেপারির সঙ্গে যোগাযোগ করেন।
সেই থেকে হযরত, মুজাফফর, শাহাদত, সোহেল, রেজা, রশিদ প্রমুখ পেয়ারা চাষীগণ প্রতিদিন পেয়ারা তুলে বনপাড়ায় বেপারির কাছে পৌঁছে দেন। তখন থেকে প্রতিদিন বনপাড়া হতে ০৮/১০টি ট্রাক নিয়মিত পেয়ারা নিয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। এর ফলে এসব চাষী নগদ টাকা পান। দুর্যোগ মুহুর্তেও সহজে পেয়ারা বিক্রি করতে পারায় সদস্যরা খুবই খুশি হয়েছেন। রিনা, রাজিয়া, আছিয়া, খাদিজা, জাহানারা, হাসিনা প্রমুখ সদস্য জানান সিদীপের এ উদ্যোগে তারা খুবই আনন্দিত।