পাবনার কাশীনাথপুরে পিঁয়াজ বাজারজাতকরণে সিদীপের উদ্যোগ

পাবনা জেলার সাঁথিয়া, আমিনপুর ও সুজানগর উপজেলার দাড়িয়াপুর, বিরাহিমপুর, কাসাবকান্দা  সিংহাসন গ্রাম ছাড়াও বেশ কয়েকটি গ্রামে প্রচুর পরিমাণে পিয়াঁজের চাষ হয়। সিদীপের কাশীনাথপুর ব্রাঞ্চ হতে এসব এলাকার সদস্যদেরকে পিঁয়াজ আবাদের জন্য ঋণ প্রদান করা হয়েছিল। এ বছর পিঁয়াজের ভাল ফলন হয়েছে। দেশে করোনা ভাইরাসজনিত সংকটের কারণে কৃষকগণ সময়মত পিঁয়াজ বাজারজাত করতে পারছিলেন না। 

এমতাবস্থায় সিদীপের কাশীনাথপুর ব্রাঞ্চের পক্ষ থেকে খোঁজখবর নিয়ে ট্রাক মালিক-ড্রাইভার ও পাইকারি ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হয়। এর ফলে এখন স্থানীয় কয়েকজন কৃষক প্রতিদিন ২/৩টি ট্রাকে নগদ টাকায় পিয়াঁজ বিক্রি করতে পারেন। এ সকল পিঁয়াজ বেপারিগণ ঢাকা, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশালসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন। কৃষকগণ সঠিক সময়ে ও ন্যায্য দামে পিঁয়াজ বিক্রি করায় আনন্দিত ও উপকৃত হয়েছেন। কৃষক বজলুর রশিদ, আক্কাস আলী ও ইলিয়াছ আলীর মুখে হাসি ফুটে উঠেছে।