এসএমএপি ঋণী চাষিদের শিম বাজারজাতকরণে পাশে থেকেছে সিদীপ
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার শিবপুর, গড়মাটি, নারায়ণপুর পূর্নকলস, নওগ্রাম, মুলাডলি এবং আরো বেশ কয়েকটি গ্রামে প্রচুর পরিমাণে শিমসহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয়। শিবপুর গ্রামে সিদীপের মহিলা সমিতির সদস্য মোসাম্মৎ মেন্নেকা বেগম এ বছর সিদীপ থেকে এসএমএপি ঋণ নিয়ে শিম চাষ করেছিলেন এবং তাতে তার বাম্পার ফলন হয়েছিল। উল্লেখ্য, জাইকা ও বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তায় সিদীপ প্রান্তিক চাষিদের এসএমএপি ঋণ দিয়ে থাকে। মেন্নেকা বেগমের সফলতায় অনুপ্রাণিত হয়ে এ গ্রামের আরো অনেকেই শিম চাষ করেছিল এবং তাদেরও ফলন খুব ভালো হয়েছিল। কিন্তু অতিরিক্ত ফলন হওয়ায় তারা এ শিম বাজারজাত করতে পারছিলেন না স্থানীয় চাহিদা না থাকায়। ভালো ফলন পেয়েও এই চাষিরা বড় লোকসানে পড়তে যাচ্ছিলেন। তাদের এই ক্ষতির আশঙ্কা দূর করতে সিদীপের রাজাপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার এবং সকল কর্মী স্থানীয় ট্রাক ড্রাইভার এবং পাইকারি ব্যাবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে তাদের শিম বাজারজাতকরণের ব্যবস্থা করে দেন। এর ফলে এই সবজি চাষিরা তাদের শিম জামালপুর, ময়মনসিংহ, টাংগাইল, ঢাকা, গাজীপুর, কুমিল্লা ও সিলেটে বাজারজাত করতে সক্ষম হন এবং বেশ ভালোভাবেই লাভবান হন। সিদীপ কর্মীদের সহযোগিতায় এভাবেই হাসি ফুটেছে এসব সবচি চাষিদের মুখে।