সিদীপ এখন অভিন্ন লগ-ইন-এ
January 26, 2021
সিদীপ ভবনের সম্মেলন কক্ষে কর্মীদের অভিন্ন লগ-ইন পদ্ধতির প্রশিক্ষণ । সিদীপ তার জন্মলগ্ন থেকেই আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তির সর্বাধুনিক পদ্ধতি গ্রহণ করে সিদীপ তার সার্বিক কর্মকান্ড সময় ও অর্থ সাশ্রয়ী কর্মসূচি গ্রহণ করে চলেছে। ২০২১ সালের ১০ জানুয়ারি থেকে সিদীপ তার সফটওয়্যারসমূহকে অভিন্ন লগ-ইন পদ্ধতির আওতায় নিয়ে এসেছে। এর ফলে এখন থেকে দাপ্তরিক কাজে কোনো কাগজ ব্যবহার করতে হবে না। এর আগে সিদীপকর্মীদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এ পদ্ধতি হাতে-কলমে শিখিয়ে দেয়া হয়। সিদীপকর্মীদের এখন ছুটি, ভ্রমণ, যাতায়াতভাতা ইত্যাদি অনুমোদনের জন্য কোনো কাগজ ব্যবহার করতে হবে না। এ ছাড়া প্রত্যেক কর্মী সংস্থা ও ব্যক্তিগত নথি দেখতে পারবেন নিমেষেই, একবার লগ-ইন করেই।