সিদীপের যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবস পালন

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিদীপ ১৭ থেকে ২৬ মার্চ দশদিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। ১৭ মার্চ প্রধান কার্যালয় এবং সারাদেশে সিদীপের শাখাসমূহ থেকে বঙ্গুবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত নানা অনুষ্ঠানে সিদীপের কর্মীরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে সিদীপ তার কর্মীদের মাঝে ‘দারিদ্র্যদূরীকরণ ও সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু’ শিরোনামে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করে। এ ছাড়া প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে ১৮ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং ২৫ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।