আগামী দিনের অগ্রযাত্রায়... ব্রাঞ্চ ম্যানেজার সম্মেলন-২০২১
March 23, 2021
‘আগামী দিনের অগ্রযাত্রায়... ব্রাঞ্চ ম্যানেজার সম্মেলন-২০২১’ এই প্রাসঙ্গিকতায় সিদীপের ব্রাঞ্চ ম্যানেজারদের সম্মেলনের আয়োজন করা হয় ৮, ১০, ১৪, ২২ ও ২৩ মার্চ। সিদীপের ৯টি জোনের ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত এসব সম্মেলনে সকল ব্রাঞ্চ ম্যানেজার, এরিয়া ম্যানেজার ও ডিস্ট্রিক্ট ম্যানেজার অংশ নেন। প্রধান কার্যালয় থেকে সিদীপের নির্বাহী পরিচালক, পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স) এবং এক্সিকিউটিভ মেম্বার টিমের সদস্যগণ এ সম্মেলনগুলোতে অংশ নিয়ে আগামী দিনের অগ্রযাত্রায় ব্রাঞ্চ ম্যানেজারদের ফলপ্রসূ ভূমিকা তুলে ধরেন। তাদের এ দিকনির্দেশনামূলক জ্ঞানগর্ভ আলোচনা আগামী দিনে সিদীপ এবং সেইসঙ্গে বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রায় ব্রাঞ্চ ম্যানেজার এবং উপস্থিত সিদীপ কর্মীদের গভীরভাবে প্রাণিত করে।