অনলাইন আন্তর্জাতিক সম্মেলনে সিদীপের অংশগ্রহণ
CSWPD Foundation ও পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের (PUB) যৌথ আয়োজনে সম্প্রতি ৩ থেকে ৬ এপ্রিল অনলাইনে ঢাকায় Strengthening Social Solidarity, Community Resilience & Global Connectedness বিষয়ে WSWD2021 শীর্ষক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ৯৬ জনসহ মোট ১৫০ জন সমাজকর্মী ও গবেষক তাদের প্রবন্ধ উপস্থাপন করেন ও বক্তব্য রাখেন। ৪ এপ্রিল সম্মেলনে সিদীপের পক্ষ থেকে সংস্থার ভাইসচেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া এবং গবেষণা ও প্রকাশনা কর্মকর্তা আলমগীর খান Social capital building support by NGOs for empowerment, integration and social development of the poor and excluded শীর্ষক যৌথ গবেষণা-প্রবন্ধটি উপস্থাপন করেন। তাদের গবেষণায় দেখা যায়, ক্ষুদ্রঋণ সংস্থাসমূহ গ্রামের দরিদ্র মহিলাদেরকে নিয়ে যে দল গঠন করে তা সামাজিক মূলধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সামাজিক মূলধন অন্যান্য মূলধন যেমন ভৌত, প্রাকৃতিক, আর্থিক ও মানব মূলধন থেকে উন্নয়নের সুবিধা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে বলে তারা প্রমাণ ও যুক্তি উপস্থাপন করেন।