লক ডাউনে এসএমএপি কৃষি সদস্যের ধান কাটায় সহায়তা সিদীপ কৃষি কর্মকর্তার
চলমান লক ডাউনে কৃষি সদস্যদের ধান কাটায় সহায়তা করছেন সিদীপের কৃষি কর্মকর্তারা। এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে সিদীপের পাবনা জোনের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদ হোসেন দেবোত্তর শাখার রাধাকান্তপুর মহিলা সমিতির এসএমএপি কৃষি সদস্য সালমা বেগমের কৃষিকাজের খোঁজখবর নিতে গিয়ে দেখেন গ্রামের অন্য কৃষকেরা ধান কাটতে পারলেও তিনি তখনো তার খেতের ধান কাটতে পারেননি। এ অবস্থায় তিনি সালমা বেগমের স্বামী মো. হাবিবুর রহমানকে আধুনিক কৃষি প্রযুক্তি কম্বাইন্ড হার্ভেস্টের মাধ্যমে ধান কাটার পরামর্শ দেন এবং মোবাইল ফোনের মাধ্যমে এই যন্ত্রের মালিক আব্দুল বারেকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। অবশেষে জাহিদ হোসেনের মধ্যস্থতায় এপ্রিল মাসের ২৫ তারিখে সালমা বেগম কম্বাইন্ড হার্ভেস্টের মাধ্যমে ধান কাটতে সক্ষম হন। তার ধান কাটার সফলতায় উদ্বুদ্ধ হয়ে সিদীপের এই শাখার কর্ম-এলাকার কোদালিয়া গ্রামের কৃষকরাও এই পদ্ধতিতে ধান কাটায় আগ্রহ প্রকাশ করেন এবং শাখাটির অন্যান্য কর্মকর্তা এ ব্যাপারে সহায়তায় তাদের পাশে দাঁড়ান।