কিশোর-কিশোরীদের জন্য সিদীপের পাঠাগার স্থাপন
কিশোর-কিশোরীদের জন্য সিদীপ পাঠাগার স্থাপন করছে। গত ১৫ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লেশিয়ারা গ্রামে এবং ২৪ মে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দক্ষিণ চারিগ্রামে কিশোর ক্লাবের সদস্যদের নিয়ে এমনই দুটি পাঠাগার স্থাপন করা হয়। ‘মেধা ও মননে সুন্দর আগামী'- এই স্লোগান ধারন করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর সহযোগিতায় সিদীপ ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় কৈশোর কর্মসূচির আওতায় কিশোর কিশোরীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধের উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, বয়ঃসন্ধিকাল ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতা, খাদ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় কিশোর ক্লাবের সদস্যদের জ্ঞানের পরিধিকে বিস্তৃত করার লক্ষ্যে এবং এ সময়ের অন্যতম সমস্যা মোবাইল গেমের আসক্তি থেকে তাদের রক্ষায় ক্লাব সদস্যদের নিয়ে লেশিয়ারা কিশোর ক্লাবে এই পাঠাগারটি স্থাপন করা হয়েছে। সিদীপের কৈশোর কর্মসূচির পক্ষ থেকে ১০টি বই এবং ক্লাবের সদস্যদের পক্ষ থেকে ১০টি বই সংগ্রহ করে প্রাথমিকভাবে পাঠাগার কার্যক্রম শুরু করা হয়েছে। পরবর্তীতে সদস্যরা আরো বই সংগ্রহ করে পাঠাগারটিকে সমৃদ্ধ করবে। সিদীপ-এর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ পর্যন্ত ৫টি, নারায়ণগঞ্জ জেলায় ৩টি ও মানিকগঞ্জ জেলায় ২টি পাঠাগার স্থাপন করা হয়েছে। এই অর্থবছরে এ তিন জেলায় আরো ৬টি পাঠাগার স্থাপন করা হবে, যা একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলেই আমাদের বিশ্বাস।