সিদীপে ১০টি নতুন শাখা
June 30, 2021
২০২০ সালের জুন মাস থেকে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস-এ (সিদীপ-এ) সংযুক্ত হয়েছে আরো ১০টি নতুন শাখা। এই ১০টি শাখা নিয়ে সিদীপে এখন মোট ১৮৬টি শাখা। নতুন এই শাখাগুলো হচ্ছে - ১. ঢাকা জেলার আটিবাজার, ২. নোয়াখালী জেলার কবিরহাট, ৩. ঢাকা জেলার জিরানীবাজার, ৪. কুমিল্লা জেলার দাউদকান্দি, ৫. কুমিল্লা জেলার পরমতলা, ৬. নোয়াখালী জেলার বসুরহাট, ৭. ময়মনসিংহ জেলার সীডস্টোর , ৮. চাঁদপুর জেলার সুজাতপুর, ৯.চাঁদপুর জেলার হাইমচর এবং ১০. ব্রাহ্মণবাড়িয়ার সরাইল । ব্রাঞ্চ দশটি জুন মাস থেকেই ঋণ প্রদান কার্যক্রম শুরু করেছে।