কর্ম-এলাকায় সিদীপ মাঠকর্মীদের বৃক্ষরোপণ
July 10, 2021
‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে সিদীপের কর্ম-এলাকায় মাঠকর্মীরা জুলাই মাসের শুরু থেকেই নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণ শুরু করেছেন। বর্তমান বিশ্বের অন্যতম প্রধান সমস্যা পরিবেশ বিপর্যয়। এই সমস্যা দিনদিন আরো প্রকট হচ্ছে। দ্রুত গলে যাচ্ছে উত্তর মেরুর বরফ, পৃথিবীর ফুসফুস বলে পরিচিত আমাজান বনের সিংহভাগ পুড়ে ছাই হয়ে গেছে, কদিন আগে কানাডায় দাবদাহে মারা গেছে অনেক মানুষ। অনেক বিশেষজ্ঞই মনে করেন বর্তমান করোনা মহামারির অন্যতম প্রধান কারণ পরিবেশ বিপর্যয়। এই পরিবেশকে বাঁচাতে না পারলে আমাদের সভ্যতা যে ধ্বংস হয়ে যাবে তা খুব সাবলীলভাবে উপস্থাপন করেছেন সিদীপের প্রয়াত নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া তার বিজ্ঞান কল্পকাহিনি ‘মহাকাশে মহাজয়’ গ্রন্থে। সিদীপের কর্মীরা বিষয়টি উপলব্ধি করে নিজেদের উদ্যোগে তাই কর্ম-এলাকায় শুরু করেছেন বৃক্ষরোপণ কর্মসূচি।