সাধারণ মানুষকে করোনা টিকার নিবন্ধনে সিদীপ কর্মীদের সহায়তা প্রদান
July 29, 2021
সিদীপের মাঠ পর্যায়ের কর্মীরা করোনা টিকার জন্য নিবন্ধনে সাধারণ মানুষকে সহায়তা করছেন। সিদীপের শাখা অফিফের কর্মীগণ, সিদীপ সমৃদ্ধি কর্মসূচির কর্মীগণ এবং সিদীপ কৈশোর কর্মসূচির কিশোর ক্লাবের কিশোরগণ কর্ম-এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষকে মোবাইল অ্যাপ থেকে টিকার জন্য নিবন্ধন করিয়ে তার প্রিন্ট কপি তাদের হস্তান্তর করছেন। উল্লেখ্য, বাইরের দোকান থেকে নিবন্ধন করাতে সাধারণ মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হয় এবং অর্থ ব্যয় করতে হয়। সিদীপ কর্মীরা সিদীপের অর্থায়নে তাদের এই নিবন্ধনের কাজটি করে দিচ্ছেন।