জাতীয় শোক দিবস উপলক্ষে সিদীপের মাসব্যাপী কর্মসূচি

জাতীয় শোক দিবস উপলক্ষে সিদীপ মাসব্যাপী নানা কর্মসূচি পালন করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সিদীপ মাঠ পর্যায়ে এবং প্রধান কার্যালয়ে সারা আগস্ট মাসে জাতীয় পতাকা অর্ধ নমিত করে উত্তোলন করে। সিদীপ কর্মীগণ সারা মাস কালো ব্যাচ ধারণ করে এবং ১৫ আগস্ট জাতির পিতার প্রতিকৃতি এবং সমাধি সৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ উপলক্ষে সিদীপ প্রধান কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা এবং পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভূঁইয়াসহ অনেক কর্মকর্তা বঙ্গবন্ধুর স্মৃতি তর্পণ করে বক্তব্য রাখেন। অনেকে বঙ্গবন্ধুকে স্মরণ করে কবিতা আবৃত্তি করেন এবং সিদীপ শিক্ষা সহায়তা কর্মসূচির শিশুদের বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, ছবি অঙ্কন, নাচ, গান ও অভিনয়ের একটি ভিডিও প্রদর্শন করা হয়। সবশেষে বঙ্গবন্ধুর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

 

পুরো আগস্ট মাসে সিদীপের মাঠ পর্যায়ের কর্মীগণ বৃক্ষরোপণ করেন, সমিতি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন, কোভিড—১৯ টিকা নিবন্ধনে স্থানীয় জনগণকে সহায়তা করেন এবং ১৫ আগস্ট প্রধান কার্যালয়ে দুঃস্থ, দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। মাঠ পর্যায়ের কর্মীগণ স্থানীয় প্রশাসন আয়োজিত শোক কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।