শোক ও সন্তাপে প্রতিষ্ঠাতার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করল সিদীপ পরিবার
২২ আগস্ট ছিল সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ ইয়াহিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী। এদিন সিদীপ পরিবারের প্রত্যেক সদস্য হৃদয়ভাঙা শোকে ও সন্তাপে তার স্মৃতি তর্পণ করে। মাঠ পর্যায়ের প্রতিটি শাখার সিদীপকর্মীরা অভিভাবক হারানোর গভীর শোকে তার স্মৃতি তর্পণ করে আলোচনা সভায় মিলিত হন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিগণ তার কবর জিয়ারত করে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সম্মেলনকক্ষে শোকসভা ও দোয়া মাহফিলে মিলিত হন। এ সময় সবার অন্তরের গভীর বেদনায় পরিবেশ ভারী হয়ে ওঠে। তার স্মৃতি তর্পণ করতে গিয়ে আলোচনায় অংশগ্রহণকারী সকলেই বাকরুদ্ধ হয়ে পড়েন। তাকে নিবেদিত কবিতাও পাঠ করা হয়। সিদীপের শীর্ষ কর্মকর্তাগণ গভীর শোক প্রকাশের পাশাপাশি তার মাহাত্ম্য, সৃজনশীলতা ও দর্শন তুলে ধরেন। সবার শেষে সিদীপের বর্তমান নির্বাহী পরিচালক এবং প্রয়াত নির্বাহী পরিচালকের পুত্র জনাব মিফতা নাঈম হুদা বাকরুদ্ধ হয়ে পড়েন। শোকস্তব্ধ থাকেন বেশ কিছুটা সময়। পড়ে তিনি তার বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন। এরপর মরহুম জনাব মোহাম্মদ ইয়াহিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালিত হয়।