সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের ওপর স্মারকগ্রন্থ ‘উন্নয়ন কর্মবীর মোহাম্মদ ইয়াহিয়া’ প্রকাশিত
September 30, 2021
সিদীপ-এর ২৬তম বার্ষিক সাধারণ সভার দিন প্রকাশ করা হয় সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের ওপর রচিত স্মারকগ্রন্থ 'উন্নয়ন কর্মবীর মোহাম্মদ ইয়াহিয়া’। গ্রন্থটিতে তার জীবন, উন্নয়ন ভাবনা, দেশপ্রেম ও উদ্ভাবনী প্রয়াস নিয়ে প্রাজ্ঞ অভিমত তুলে ধরেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, বিজ্ঞানী-লেখক আশরাফ আহমেদ, সিদীপ পরিচালনা পরিষদের সভাপতি ফজলুল বারি, সিদীপ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ড. আব্বাস ভূঁইয়াসহ উন্নয়ন বিশেষজ্ঞগণ এবং তার বন্ধু, পরিজন ও সহকর্মীবৃন্দ। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘প্রকৃতি’ এবং সম্পাদনা করেছেন আলমগীর খান।