সিদীপের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
২৯ সেপ্টেম্বর, ২০২১ অনুষ্ঠিত হয়ে গেল সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেসের (সিদীপ) ২৬তম বার্ষিক সাধারণ সভা। সিদীপ-এর সম্মেলনকক্ষে সন্ধ্যা সাতটায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ সভা শুরু হয়। সিদীপ পরিচালনা পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যগণ এবং সিদীপের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ এ সভায় অংশ নেন। যারা সশরীরে অংশ নিতে পারেননি তারা ‘জুম’-এর মাধ্যমে সভায় অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা ইন্টারন্যাশনালের সিওও জনাব মো. এনামুল হক এবং অরবিসের কান্ট্রি ডিরেক্টর জনাব ড. মুনির আহমেদ। সভার কার্যক্রম শুরুর আগে এই অর্থবছরে প্রয়াত সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ ইয়াহিয়া, আশা ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মো. সফিকুল হক চৌধুরী, সিদীপ সাধারণ পরিষদের সদস্য জনাব এ. এফ. এম. শামসুদ্দীন, সিদীপ পরিচালনা পরিষদের সদস্য জনাব নার্গিস ইসলামের স্বামী জনাব সিরাজুল ইসলাম এবং সিদীপ পরিবারের অন্যান্য প্রয়াত এবং কোভিড-১৯ ও ডেঙ্গু জ¦রে আক্রান্তদের জন্য দোয়া করা হয়, যা পরিচালনা করেন সিদীপ সাধারণ পরিষদের সদস্য জনাব শফিকুল ইসলাম। এরপর সিদীপ পরিচালনা পরিষদের সভাপতি জনাব ফজলুল বারি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু করেন। সভার শুরুতে সর্বসম্মতিক্রমে সিদীপ-এর ২৫তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এরপর সিদীপের জেনারেল ম্য্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস জনাব এ. কে. এম. শামসুর রহমান সংশোধিত বাজেট উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা সিদীপ-এর বার্ষিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। দুই বিশেষ অতিথি এবং সিদীপ পরিচালনা ও সাধারণ পরিষদের সদস্যগণ এই মহামারি কালেও সিদীপ-এর অর্জনের ভূয়সী প্রশংসা করেন। এ পর্বশেষে ২০২০-২০২১ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ করেন অডিট ফার্ম আতা খান এন্ড কোম্পানির প্রতিনিধি জনাব আরজু ভূইয়া কাব্য এবং এটি অনুমোদিত হয়। এরপর এরপর সিদীপ-এর জেনারেল ম্য্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস জনাব এ. কে. এম. শামসুর রহমান ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উত্থাপন করলে তা অনুমোদিত হয়। এ পর্ব শেষে ২০২১-২০২২ অর্থবছরের জন্য অডিট ফার্ম নিয়োগ অনুমোদন করা হয়। বিবিধ আলোচনা শেষে সভার সভাপতি ২৬তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।