সিদীপ-এ উদ্যোক্তাদের জন্য আধুনিক মৎস্য চাষের ওপর র্কমশালা অনুষ্ঠিত

গত ১৩ ও ১৪ অক্টোবর, ২০২১ সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস ( সিদীপ)-এর আশুলিয়া শাখায় সমিতি সদস্য ও উদ্যোক্তাদের জন্য আধুনিক পদ্ধতিতে নিরাপদ মৎস্য চাষের ওপর এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় কারিগরি ও তাত্ত্বিক সহযোগিতা প্রদান করে সুফলা। এই কর্মশালায় বিশেষভাবে তুলে ধরা হয় বিশ্বে^ বহুলভাবে চলমান বায়োফ্লক পদ্ধতিতে মাছচাষের প্রায়োগিক কলা-কৌশল। সিদীপের সমিতি সদস্য ৩৫ জন উদ্যোক্তা এই কর্মশালায় অংশ নিয়ে বায়োফ্লক পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।