সিদীপে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত
১৮ অক্টোবর, ২০২১ সিদীপের প্রধান কার্যালয় এবং সকল শাখা অফিসে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রধান কার্যালয় ও শাখা অফিসগুলোতে দৃশ্যমান স্থানে শেখ রাসেল স্মরণে ব্যানার প্রদর্শন করা হয় এবং আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিন বিকেল ৪টায় সিদীপের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা ভার্চুয়ালি এ সভায় যোগ দেন। এ সভা পরিচালনা করেন সিদীপের পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স) জনাব এস. এ. আহাদ (এফসিএমএ)। সভাটি সঞ্চালন করেন জনাব আলমগীর হোসেন খান। তিনি শেখ রাসেলের জীবন ও নামকরণের ইতিহাস তুলে ধরেন। বিশেষ বক্তব্য রাখেন সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া। শেখ রাসেলের অপূর্ণ জীবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিন বলেন, জন্ম তারিখের নিরিখে শেখ রাসেল ছিলেন তুলা রাশির জাতক। আজ আমরা তার জীবন নিয়ে যে আলোচনা করছি তার রয়েছে এক বিশেষ তাৎপর্য। আমাদের সংবিধানে প্রত্যেক মানুষের অধিকার সংরক্ষিত। এই সংবিধানে শিশুর অধিকারও সংরক্ষিত। আমরা এনজিও কর্মীরা যেন এমন কাজ করি যাতে প্রত্যেক শিশুর অধিকার সংরক্ষিত হয়। এরপর শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মহাব্যবস্থাপক (ফিন্যান্স অ্রান্ড অ্যাকাউন্টস) জনাব এ. কে. এম. শামসুর রহমান। এরপর নির্বাহী পরিচালক সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সিদীপের প্রতিটি শাখায়ও শেখ রাসেলের জীবনের ওপর আলোচনা ও দোয়া মাহফিল পরিচালিত হয়। সিদীপের শিক্ষা সহায়তা কর্মসূচির (শিসক) প্রতিটি শিক্ষাকেন্দ্রে প্রধান কার্যালয় থেকে পাঠানো শেখ রাসেলের জীবনীর ওপর লিখিত রচনা অনুসারে শিক্ষিকাগণ শিশুদের সামনে শেখ রাসেলের জীবনী তুলে ধরে আলোচনা করেন। সিদীপ কৈশোর কর্মসূচি ও সিদীপ সমৃদ্ধি কর্মসূচিতেও পৃথক ব্যানারে শেখ রাসেলের জীবনীর ওপর আলোচনা সভা আয়োজন করা হয়।