তালবীজ রোপণ করে ‘ঐ দেখা যায় তালগাছ’ খ্যাত কবি মঈনুদ্দীনের ১২০তম জন্মদিন পালন করল তার জন্মগ্রামের সিদীপ কিশোর ক্লাব

৩০ অক্টোবর ছিল ‘ঐ দেখা যায় তালগাছ’ খ্যাত কবি খান মুহম্মদ মঈনুদ্দীনের (১৯০১-১৯৮১) ১২০তম জন্মবার্ষিকী। কবির প্রতি শ্রদ্ধা জানাতে তার জন্মগ্রাম মানিকগঞ্জের চারিগ্রামের সিদীপ কৈশোর কর্মসূচির মধ্য চারিগ্রাম কিশোর ক্লাবের কিশোররা নানা কর্মসূচির মাধ্যমে এদিন তাকে স্মরণ করে। স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে তার জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভার আয়োজন করা হয় তিনি যে গ্রামে জন্ম নিয়েছিলেন সেই গ্রামে। আলোচনা অনুষ্ঠান শেষে তার স্মরণে তালবীজ রোপণ করে কিশোর ক্লাবের কিশোররা। আলোচনা সভায় স্থানীয় এস কে খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল লতিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবির জীবনের ওপর মনোজ্ঞ আলোচনা করেন। এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  জনাব মোশারফ হোসেন এবং স্থানীয় সমাজসেবক জনাব আবু বক্করসহ স্থানীয় অনেক গন্যমান্য ব্যক্তি কবির জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। উল্লেখ্য, কবি খান মুহম্মদ মঈনুদ্দীন ১৯৬০ সালে শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার এবং একই বছর তার লেখা ‘যুগস্রষ্টা নজরুল’ বইটির জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৮ সালে সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন।