সিদীপ ভবনে ’উন্নয়ন কর্মবীর মোহাম্ম ইয়াহিয়া’ স্মারকগ্রন্থের ওপর আলোচনাসভা অনুষ্ঠিত
সিদীপ ভবনের সম্মেলনকক্ষে গত ৪ নভেম্বর, ২০২১ বিকেল সাড়ে তিনটায় সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মরহুম মোহাম্মদ ইয়াহিয়ার স্মারকগ্রন্থ ‘উন্নয়ন কর্মবীর মোহাম্মদ ইয়াহিয়ার ওপর এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অনলাইনে অংশ নেন সিদীপ পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল বারি এবং এতে যুক্তরাষ্ট্র থেকে যোগ দেন জনাব মোহাম্মদ ইয়াহিয়ার ঘনিষ্ঠ বন্ধু, বিশিষ্ট বিজ্ঞানী ও লেখক জনাব আশরাফ আহমেদ। সভাটি সঞ্চালন করেন জনাব আলমগীর খান। গ্রন্থটির ওপর মনোজ্ঞ আলোচনা করেন জনাব আশরাফ আহমেদ এবং অতিথি হিসেবে আগত জনাব মাহফুজ সালাম, শিশির মল্লিক ও সিরাজুদ দাহার খান। সিদীপ পরিবারের পক্ষ থেকে গ্রন্থটির ওপর আলোকপাত করেন জনাব মাহমুদা আক্তার, মোহাম্মদ আলী, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মিঠুন দেব ও মনজুর শামস। আলোচকগণ গ্রন্থটির ওপর আলোচনা ছাড়াও জনাব মোহাম্মদ ইয়াহিয়ার জীবন ও কর্মের ওপরও আলোকপাত করেন এবং অভিমত ব্যক্ত করেন যে তার জীবন ও কর্মের ওপর আরো গবেষণা হলে তা বাংলাদেশের উন্নয়নযাত্রায় বিশেষ অবদান রাখতে সক্ষম হবে। জনাব শাহজাহান ভুঁইয়া সভাপতি হিসেবে প্রাণবন্ত আলোচনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।