সিদীপ ভবনে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষা সুপারভাইজারদের পুরস্কার প্রদান

সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ ইয়াহিয়া ও আলমগীর খান সম্পাদিত শিক্ষাবিষয়ক ’আমাদের শিক্ষা : নানা চোখে’ গ্রন্থটির ওপর এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল শিক্ষা সহায়তা কর্মসূচির শিক্ষা সুপারভাইজারদের ভেতর। ১১ নভেম্বর, ২০২১ সিদীপ ভবনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে সেই রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন আলমগীর খান এবং সভাপতিত্ব করেন সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া। শুরুতেই সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মরহুম মোহাম্মদ ইয়াহিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সভাপতি স্বাগত বক্তব্য রাখেন। তার বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা, পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স) জনাব এস এ আহাদ, পরিচালক (মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম) এ কে এম হাবিব উল্লাহ আজাদ, অতিরিক্ত পরিচালক ( স্পেসাল প্রোগ্রাম) জনাব আবদুল কাদির সরকারসহ সিদীপের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পুরস্কার বিতরণ শেষে সঙ্গীত পরিবেশন করেন শিবগঞ্জ শাখার শিক্ষা সুপারভাইজার মোসাম্মৎ কিসমোতারা, হাম্দ পরিবেশন করেন হায়দ্রাবাদ শাখার শিক্ষা সুপারভাইজার মাহমুদা আক্তার এবং নিজের লেখা শিক্ষাবিষয়ক গান পরিবেশন করেন বারেরা শাখার শিক্ষা সুপারভাইজার মোরশিদা আক্তার। এরপর কবিতা আবৃত্তি করেন প্রধান কার্যালয়ের শারমিন সুলতানা। সবশেষে দলীয় সংতীত পরিবেশন করেন প্রধান কার্যালয়ের নূরুন নাহার নিশি, আফরিন হোসাইন ফারিতা, জাহিদুল ইসলাম পলাশ ও মিঠুন দেব।