চতুর্থ সর্বোচ্চ আয়কর প্রদানকারীর পুরস্কার পেল সিদীপ
November 24, 2021
'জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধনী) ' অনুযায়ী ২০২০-২০২১ কর বছরে ‘অন্যান্য’ খাতে চতুর্থ সর্বোচ্চ আয়কর প্রদানকারী নির্বাচিত হয়েছে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)। ২৪ নভেম্বর, ২০২১ বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামালের উপস্থিতিতে সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদার হাতে এই সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।