সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের ৭১তম জন্মবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল
December 02, 2021
১ ডিসেম্বর, ২০২১ ছিল সিদীপের নির্বাহী পরিচালক মরহুম মোহাম্মদ ইয়াহিয়ার ৭১ তম জন্মবার্ষিকী। ১৯৫০ সালের এই দিনে তিনি জন্মেছিলেন। এ উপলক্ষে এদিন বিকেল ৪টায় সিদীপ ভবনের সম্মেলনকক্ষে আয়োজন করা হয়েছিল স্মরণসভা ও দোয়া মাহফিল। সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা, পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভূঁইয়া, পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স) জনাব এস এ আহাদ, শীর্ষ কর্মকর্তাগণসহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী এতে অংশ নেন। মোহাম্মদ ইয়াহিয়ার কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা পাঠের পর তার স্মরণে মূল বক্তব্য রাখেন জনাব শাহজাহান ভূঁইয়া। এরপর দোয়া মাহফিল পরিচালনা করেন জেনারেল ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স) এ কে এম শামসুর রহমান। পুরো অনুষ্ঠান সঞ্চলন করেন আলমগীর খান। দোয়া মাহফিলের পর এ অনুষ্ঠান সমাপ্ত হয়।