স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও মুজিববর্ষে সিদীপের মহান বিজয় দিবস উদযাপন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে সিদীপ নানা আয়োজনে উদযাপন করেছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে ১৫ ডিসেম্বর বেলা তিনটায় সিদীপ ভবনের সম্মেলনকক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী এতে অংশ নেন। প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন সিদীপের পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেন্স) জনাব এস এ আহাদ। এরপর বিজয় দিবসের মূল আলোচনা করেন সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া। তার বক্তব্য শেষে বিজয় দিবসের কেক কাটা হয় সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদার নেতৃত্বে। এরপর আলমগীর খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে পরিবেশিত হয় কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান।
১৬ ডিসেম্বর সূর্যোদয়ের পরপরই সিদীপের প্রধান কার্যালয় এবং সকল শাখা অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শাখাসমূহের সিদীপ কর্মীগণ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিজয় দিবস উপলক্ষে আয়াজিত আলোচনাসভায় অংশ নেন। বিকেল চারটায় রাষ্ট্রীয়ভাবে আয়োজিত শপথ অনুষ্ঠানে সিদীপ কর্মীগণ অংশ নেন। প্রধান কার্যালয়ে এ সপথ অনুষ্ঠানে নির্বাহী পরিচালকের নেতৃত্বে সিদীপের কর্মকর্তা-কর্মচারীগণ প্রধানমন্ত্রীর সঙ্গে সপথবাক্য পাঠ করেন। এ ছাড়া সিদীপের ওয়েবসাইটে বিজয়দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানানো হয় এবং ওয়েবসাইটে সুর্ণজয়ন্তী কর্ণার স্থাপন করে বিজয় দিবসে সিদীপের আয়োজন তুলে ধরা হয়।