সিদীপ ভবনে অবসরপ্রাপ্ত কর্মকর্তা নুরুন নবী শেখের বিদায় সংবর্ধনা
৩০ ডিসেম্বর, ২০২১ বিকেল সাড়ে তিনটায় সিদীপ ভবনের সম্মেলনকক্ষে অবসর গ্রহণকারী কর্মকর্তা জনাব নুরুন নবী শেখকে (প্রোগ্রাম কো-অর্ডিনেটর, অপারেশন্স) এক বিদায় সংবর্ধনা দেয়া হয়। চাকরিবিধি অনুযায়ী বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করছেন তিনি। সিদীপের পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স) জনাব এস আবদুল আহাদের, এফসিএমএ সঞ্চালনায় এ অনুষ্ঠানে সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা এবং মাঠ পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন এবং প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা সশরীরে অংশ নেন। মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ জনাব নুরুন নবী শেখের সনিষ্ঠ কর্মজীবনের শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরেন এবং তার কাছ থেকে কর্মজীবনে তারা যে আন্তরিক সহযোগিতা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নিষ্ঠা অনুসরণ করে সিদীপকে আরো সমৃদ্ধশালী করে তোলার অঙ্গীকার করেন। সিদীপ প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণও তার অনুকরণীয় দৃষ্টান্ত তুলে ধরে বক্তব্য রাখেন। সিদীপের পরিচালক (মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম) জনাব এ কে এম হাবিব উল্লাহ আজাদ জনাব নুরুন নবী শেখকে সিদীপে যোগদান করানোর কাহিনি বর্ণনা করে তার চাকরিজীবনের নিষ্ঠা ও আন্তরিকতা তুলে ধরেন। সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের বিদায় অনুষ্ঠান করে তার চাকরিজীবনের শিক্ষনীয় দিকগুলো অন্যদের মাঝে সঞ্চারের এ উদ্যোগের প্রশংসা করেন। এরপর নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা জনাব নুরুন নবী শেখের কর্মজীবনের উদাহরণ তুলে ধরে অন্যদেরও তা অনুসরণের আহ্বান জানান। সবশেষে জনাব নুরুন নবী শেখকে ক্রেস্ট ও ফলের ঝুড়ি উপহার দেয়া হয় এবং তিনি তার বক্তব্যে সিদীপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগে কর্মক্ষেত্রে তার ফ্লোরের সহকর্মীরা উপ-পরিচালক জনাব মো. আবদুল কাদির সরকারের নেতৃত্বে তাকে বিদায় সংবর্ধনা জানান এবং বিদায়ী উপহার প্রদান করেন।