সিদীপ ভবনে পিঠা উৎসব
সিদীপ বরাবরই কর্মকর্তা-কর্মচারীদের উজ্জীবিত ও প্রাণবন্ত রাখার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। একই সঙ্গে বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিকে এসব অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে। কর্মক্লান্তি দূর করে নতুন উদ্যমের প্রেরণা জোগাতে সিদীপে এই সৃষ্টিশীল প্রয়াস শুরু করেছিলেন সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ ইয়াহিয়া। তারই ধারাবাহিকতায় ০৯ জানুয়ারি, ২০২২ সিদীপের প্রধান কার্যলয়ের সম্মেলনকক্ষে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজন করা হয় পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নারী সহকর্মীদের জন্য বালিশ খেলা। সিদীপের বিভিন্ন বিভাগ প্রতিযোগিতার আমেজে সহকর্মীদের পিঠা পরিবেশন করে। এ উৎসবে স্বাগত বক্তব্য রাখেন সিদীপের পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স) জনাব এস এ আহাদ, এফসিএমএ। উদ্বোধন করেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সিদীপকর্মিগণ পরিবেশন করেন গান, কবিতা, কৌতুক ও নাচ। সবশেষে সিদীপের প্রধান কার্যালয়ের নারী কর্মিগণের জন্য বালিশ খেলার আয়োজন করা হয় এবং এ খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।