সিদীপে যোগ হলো আরো ২০টি নতুন শাখা
সিদীপে যোগ হলো আরো ২০টি নতুন শাখা। বেড়ে গেল সিদীপের কর্ম-এলাকার পরিধি। সিদীপে এখন ১৮১টি শাখা। ২৪ জানুয়ারি, ২০২২ নতুন এই শাখাগুলো উদ্বোধন করেন সিদীপের শীর্ষ কর্মকর্তাগণ। সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রয়াত জনাব মোহাম্মদ ইয়াহিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করে এসব নতুন শাখার ঋণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়। ফরিদপুর সদর শাখার ঋণ বিতরণ উদ্বোধন করেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা। নতুন এই শাখাগুলো হচ্ছে : নবগঠিত মাদারীপুর জোনের ফরিদপুর এরিয়ার ফরিদপুর সদর, গোয়ালন্দ, হাট কৃষ্ণপুর, রাজবাড়ী সদর ও সদরপুর; মাদারীপুর এরিয়ার মাদারীপুর সদর, মোস্তফাপুর, শেখপুর, শিবচর ও টেকেরহাট; শরীয়তপুর এরিয়ার ভেদরগঞ্জ, গোসাইরহাট, শরীয়তপুর সদর ও ভজেশ্বর এবং গাজীপুর জোনের নবগঠিত সখিপুর এরিয়ার বড় চওনা বাজার, গোড়াই, কালিয়াকৈর, সখিপুর ও তক্তারচালা।