প্রতিবন্ধী ও মহিলাপ্রধান পরিবারের জন্য সিদীপ সমৃদ্ধি কর্সূচির বিশেষ সঞ্চয় কার্যক্রম
February 16, 2022
সমৃদ্ধি কর্মসূচির আওতায় সিদীপ তার চারগাছ ও রতনপুর শাখার কর্ম-এলাকায় প্রতিবন্ধী ও মহিলাপ্রধান পরিবারের জন্য ‘বিশেষ সঞ্চয় কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি সঞ্চয়-মেয়াদ পূর্ণ হওয়ায় এ ধরনের ৯টি পরিবারের হাতে মুনাফাসহ তাদের সঞ্চয়ের টাকা তুলে দেয়া হয় (৯টি পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকা। ১৩ ফেব্রুয়ারি রতনপুর শাখায় ২টি প্রতিবন্ধী ও ২টি মহিলাপ্রধান পরিবার এবং ১৫ ফেব্রুয়ারি চারগাছ শাখায় ১টি প্রতিবন্ধী ও ৪টি মহিলাপ্রধান পরিবারের হাতে তাদের সঞ্চয়ের এ অর্থ তুলে দেন সিদীপের অতিরিক্ত পরিচালক (বিশেষ কর্মসূচি) জনাব মো.. আবদুল কাদির সরকার। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার খন্দকার শফিকুল ইসলাম এবং এ দুটি শাখার ম্যানেজারগণ।
.