নারী দিবসে সিদীপকর্মীদের পক্ষপাতহীনতার অঙ্গীকার
৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। সিদীপে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়। দিবসটির প্রাক্কালে সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা সিদীপকর্মীদের উদ্দেশে এক বাণীতে বলেন, ‘‘নারী ও পুরুষ মিলে মানব সভ্যতা। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।’... এবারকার নারী দিবসের প্রতিজ্ঞা পক্ষপাতিত্ব ভেঙে ফেলা (Break the Bias)। ... ... নারীমুক্তির প্রতিশ্রুতি আমাদের সকল কর্মসূচির অংশ।... ব্যক্তিগত, পারিবারিক, কর্মক্ষেত্রে ও জীবনের সকল ক্ষেত্রে আমরা নারীর প্রতি যথাযথ সম্মান ও জেন্ডার সমতার মূল্যবোধকে ধারণ করবো, নারী পুরুষ ভেদে পক্ষপাতমূলক আচরণকে না বলবো এবং টেকসই আগামীর জন্য নারী-পুরুষের সমতাভিত্তিক জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখবো--- এবারের নারী দিবসে এই আমাদের প্রতিজ্ঞা।’’
এদিন সকাল নয়টায় সকল নারী সহকের্মীকে ফুল দিয়ে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানানো হয় এবং চকোলেট দিয়ে আপ্যায়ন করা হয়। লাঞ্চের পর সম্মেলনকক্ষে সিদীপের এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিমের সদস্যগণ এবং সকল নারীকর্মীকে নিয়ে ‘বলবো যা বলতে চাই’ প্রতিপাদ্যে একটি ফোরাম আয়োজন করা করা হয়। বিকেল চারটায় সিদীপ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনাসভা এবং স্লাইড ও ভিডিও প্রদর্শনী। সভার শুরুতেই সঞ্চালক আলমগীর হোসেন নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন।
এরপর সিদীপের পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স) জনাব এস এ আহাদ এফসিএমএ একটি গল্পের মাধ্যমে তার বক্তব্য শুরু করেন। তিনি নারী দিবসের ইতিহাস বর্ণনাকালে স্লাইড শোর মাধ্যমে এ দিবসের প্রামাণিক উপস্থাপনা করা হয়। তার বক্তব্য শেষে নারী দিবসের আলোকে আলোচনা করেন অ্যাসিসট্যান্ট ম্যানেজার মাহমুদা আক্তার এবং অতিরিক্ত পরিচালক (স্পেশাল প্রোগ্রাম) জনাব আবদুল কাদির সরকার। এরপর ম্যানেজার (ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট) ফারহানা ইয়াসমিন নারী দিবসের এবারের থিম ‘ব্রেক দ্য বাইয়াস’-এর ওপর নির্মিত একটি ভিডিও চিত্র উপস্থাপন করেন।
মাঠ পর্যায়ে সিদীপের প্রতিটি শাখায় এ দিবসটি নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।