সিদীপে যথাযথ মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত
March 25, 2022
২৫ মার্চ, ২০২২ যথাযথ মর্যাদায় সিদীপের প্রধান কার্যালয় এবং শাখা অফিসগুলোতে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সিদীপের ওয়েবসাইটে জাতীয় গণহত্যা দিবসের ব্যানার প্রদর্শন করা হয়। শাখা অফিসগুলোর সিদীপকর্মীরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় প্রশাসন আয়োজিত আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে অংশ নেন। সিদীপের সকল কর্মকর্তা-কর্মচারী ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনীর চরম বর্বর নৃশংসতার শিকার সকল শহীদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।