এম আর এ আয়োজিত গণশুনানিতে সিদীপ
মাইক্রোক্রেডিট রেগুলারিটি অথরিটি (এমআরএ) ক্ষুদ্রঋণ প্রদানকারী বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ এবং তাদের গ্রাহকদের গণশুনানির উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় গত ৩১ মার্চ এমআরএ অনলাইনে এক গণশুনানির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) এবং এর ৫০ জন গ্রাহককে নিয়ে। এই গণশুনানিতে এমআরএ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক জনাব হুমায়ুন কবীর পরিচালক সুতপা চৌধুরী, উপপরিচালক সর্বজনাব মুহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ কামাল হোসেন, মো. আবদুল হক এবং সিনিয়র সহকারী পরিচালক মো. ফকরুজ্জামান। জুম-এর অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা, সিনিয়র কর্মকর্তাগণসহ এবং ৫০ জন গ্রাহক। সিদীপের নির্বাহী পরিচালক মহোদয় প্রতিষ্ঠানের প্রান্তিক গ্রাহকদের ভর্তি প্রক্রিয়া, ঋণগ্রহণ, ঋণের ব্যবহার, সার্ভিস চার্জের হার, কিস্তি সংখ্যা, ঋণের ওভারল্যাপিং, গ্রাহকদের আর্থ-সামাজিক অবস্থাসহ সন্তানদের পড়াশোনা, শিশুদের টিকা প্রদান, কোভিড-১৯ টিকা গ্রহণ, স্বাস্থ্যসেবা গ্রহণ, বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। জনাব হুমায়ুন কবীর প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সিদীপকে আরও অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান। এছাড়া ঋণগ্রহীতাদের গৃহীত ঋণ নিজ নিজ প্রকল্পে ব্যবহার করার জন্য অনুরোধ জানান। সিদীপের বিভিন্ন সমিতির সদস্যগণ উক্ত গণশুনানির প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এমআরএ-এর নির্বাহী পরিচালক গ্রাহকসহ সংশ্লিষ্ট সকলকে গণশুনানিতে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েঅনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।