শিক্ষালোক-এর চতুর্থ লেখক-শিল্পী সম্মিলন
গত ১ এপ্রিল ২০২২ ছিল সিদীপ-এর শিক্ষা বিষয়ক বুলেটিন শিক্ষালোক-এর চতুর্থ লেখক-শিল্পী সম্মিলন'। সিদীপ সম্মেলনকক্ষে দিনব্যাপী আয়োজিত এ সম্মিলনে ছিল তিনটি পর্বে আলোচনা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আমিন উদ্দিন মৃধার উপস্থাপনায় 'একজন শিক্ষার্থী একটি খামার', কবি-গীতিকার ও শিক্ষক আলাউল হোসেনের উপস্থাপনায় 'পথপাঠাগার : পাঠাগার আন্দোলনের নতুন দিগন্ত' এবং তরুণ বিজ্ঞানী আনোয়ারুল আজিম খান অঞ্জনের উপস্থাপনায় 'বায়োম্যাস ফুয়েল : উচ্ছিষ্ট বস্তু থেকে তৈরি জ্বালানি।'
সিদীপের পরিচালনা পরিষদের চেয়ারম্যান এবং শিক্ষালোকের সম্পাদক ফজলুল বারির সভাপতিত্বে আয়োজিত এ আলোচনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী, খ্যাতিমান সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক কুদরতে খোদা, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফাতিহুল কাদির সম্রাট, জনবিজ্ঞান সাময়িকীর সম্পাদক আইয়ুব হোসেনসহ অনেক লেখক ও শিল্পী। সিদীপের ভাইসচেয়ারম্যান লেখক-গবেষক শাহজাহান ভুঁইয়া, পরিচালনা পর্ষদের সদস্য পুষ্টিবিদ ফাহমিদা করিম, সাধারণ পরিষদের সদস্য লেখক-সম্পাদক সালেহা বেগমসহ আরো অনেকে এ সম্মিলনে উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন।
এ ছাড়াও কৃষি খামার, পথপাঠাগার, বায়োম্যাস ফুয়েল, শিক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন দশম শ্রেণির রসায়ন টেক্সট বইয়ের লেখক বিদ্যুৎ কুমার রায়, 'বিজ্ঞান ও সংস্কৃতি' সাময়িকীর নির্বাহী সম্পাদক নাজনীন সাথী, সাংবাদিক মঞ্জুলিকা জামালি, কবি অনার্য নাঈম, লেখক ফয়সাল আহমেদ, শিল্পী বিজয় চন্দ, শিল্পী বিপ্লব দত্ত, চিত্রনির্মাতা শ্যামল দত্ত, লেখক-গবেষক মাহবুবুল ইসলাম, গবেষক ফাতিমা ইয়াসমিন, শিল্পী অশোক বিশ্বাস, লেখক তাপস বড়ুয়া, কবি রিয়াজ মাহমুদ, প্রকাশক জাহিদুল ইসলামসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষালোকের নির্বাহী সম্পাদক আলমগীর খান। সবশেষে কবিতা পাঠ করেন মিঠুন দেব ও গান গেয়ে শোনান ফাহমিদা করিম ও তাওহীদুন্নবী।