সিদীপে ইফতার ও দোয়া মাহফিল
April 27, 2022
বরাবরের মতো এবারও সিদীপের শাখা অফিসসমূহে এবং প্রধান কার্যালয়ে রমজান মাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিদীপের শাখা অফিসসমূহ রমজান মাসের বিভিন্ন তারিখে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। ২৪ রমজান, ২৬ এপ্রিল সিদীপের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা, পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স) জনাব এস এ আহাদসহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা এতে শরিক হন। সিদীপের প্রয়াত প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ ইয়াহিয়ার রুহের মাগফিরাত কামনা করে সুললিতকণ্ঠে দোয়া ও কোরান তেলোয়াত করেন সিদীপের ডেপুটি ম্যানেজার ও হেড অব অডিট জনাব আমিনুল ইসলামের পুত্র হাফেজ মো. ইশরাক-উল-ইসলাম (তারিফ)।