সিদীপে মা দিবস উদযাপন
May 09, 2022
প্রতিবছর সারাবিশ্বে মে মাসের দ্বিতীয় রবিবার পালন করা হয় বিশ্ব মা দিবস। সে অনুযায়ী ৮ মে সারাবিশ্বে পালন করা হয় বিশ্ব মা দিবস। এদিন গভীর শ্রদ্ধার সঙ্গে মায়ের মহিমাকে স্মরণ করা হয়। মা হচ্ছেন একজন মানুষের প্রথম শিক্ষক। মানসিক বিকাশ থেকে শুরু করে জীবনের সফলতার কোনো ক্ষেত্রেই মায়ের অবদানকে অস্বীকার করার উপায় নেই। সিদীপের শিক্ষা সহায়তা কর্সূচির অভিনব উদ্ভাবক এবং সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ ইয়াহিয়া তাই শিসকের শিক্ষিকাদের মায়ের মমতায় পাঠদানে উদ্বুদ্ধ করতেন।
এবারের মা দিবসে সিদীপের প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ের সকল মা-সহকর্মীকে সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়এবং প্রীতি-কার্ড দিয়ে অভিনন্দন জানানো হয়।