সিদীপ ভবনে ঈদ পুনির্মিলনী
ঈদের ছুটি শেষে অফিস শুরু হলে সবাই মিলিত হয়ে শুভেচ্ছাবিনিময়, একে-অন্যের খোঁজ-খবর নেয়া এবং ঈদের ছুটির অভিজ্ঞতা বিনিময় ও বিনোদনে অংশ নেয়া সিদীপের একটি উল্লেখযোগ্য রেওয়াজ। সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ঈদের ছুটি শেষে অফিস শুরু হলে সবাইকে সমবেত করে সবার খোঁজখবর নিতেন এবং তাদের ঈদের ছুটির অভিজ্ঞতা শুনতেন আর সবাই খুব আনন্দের সঙ্গে তা উপভোগ করত। এই ঐতিহ্যেরই ধারাবাহিকতায় ১২ মে সিদীপ ভবনের সম্মেলনকক্ষে আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনীর। এদিন সবাই একসঙ্গে বসে মধ্যাহ্নভোজে শরিক হন। এরপর বিকেল সাড়ে তিনটায় সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা, ঈদের ছুটির অভিজ্ঞতা বর্ণনা এবং পারস্পরিক মতবিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সিদীপ পরিচালনা পরিষদের চেয়াম্যান জনাব ফজলুল বারি এদিন উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন। ঈদের ছুটির অভিজ্ঞতাবিনিময় করেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা, পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স জনাব এস এ আহাদ এবং পরিচালক (পরিচালক, মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম) জনাব এ কে এম হাবিব উল্লাহ আজাদ। সিদীপ পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল বারি তার বক্তব্যে বলেন, নানা দিবস উপলক্ষে সিদীপের কর্মকর্তা-কর্মচারীগণ সমবেত হয়ে যে মতবিনিময় এবং অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশের এনজিওসমূহের ভেতর তা গর্ব করে বলার মতো একটি উদাহরণ। এতে সবাই উজ্জীবিত হয়ে নতুন করে কর্মোদ্যোগ ফিরে পান। তার বক্তব্য শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই এতে ঈদের আনন্দ উপভোগ করেন এবং উচ্ছ্বাসে মেতে ওঠেন।