সমাজকর্ম বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে সিদীপের প্রবন্ধ উপস্থাপন
May 30, 2022
CSWPD ফাউন্ডশেন-এর আয়োজনে প্রায় র্অধশত দেশের অংশগ্রহণে ২৫ থেকে ২৭ মে ২০২২ ঢাকার YWCA মিলনায়তনে অনুষ্ঠিত হয় পঞ্চম আর্ন্তজাতকি সম্মলেন WSWD2022। এতে জুমে ২৭ মে Financial inclusion services by NGO-MFIs— Is this focused on gender justice and equity? (ক্ষুদ্রঋণ সংস্থাসমূহের আর্থিক আর্ন্তভুক্তিমূলক সেবা কি জেন্ডার ন্যায়পরায়ণ ও সাম্যতাভত্তিকি?) র্শীষক গবষেণা-প্রবন্ধ উপস্থাপন করনে সিদীপের ভাইসচয়োরম্যান শাহজাহান ভুঁইয়া ও শিক্ষালোকের নির্বাহী সম্পাদক আলমগীর খান। তাদের গবষেণা-প্রবন্ধের Abstract সম্মলেন উপলক্ষে প্রকাশতি Book of Abstracts-এ অর্ন্তভুক্ত।