সিদীপে বাবা-সহকর্মীদের বাবা দিবসের শুভেচ্ছা
বাংলাদেশসহ বিশ্বের ৫২টি দেশে জুন মাসের তৃতীয় রবিবার পালন করা হয় বাবা দিবস। এদিন সকল বাবার মাহাত্ম্য স্মরণ করা হয়। এ বছর তৃতীয় রোববার হিসেবে ১৯ জুন পালিত হয় দিবসটি। ১৯০৮ সালে পশ্চিম ভার্জিনিয়ার এক গির্জায় একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল। আগের বছর একটি কয়লাখনিতে বিস্ফোরণে নিহত হয়েছিলেন ৩৬২ জন কয়লাশ্রমিক। তাদের সম্মান জানাতে সন্তানরা মিলে এই প্রার্থনাসভার আয়োজন করেন। এটি ছিল বাবাকে সম্মান জানাতে ইতিহাসের প্রথম আয়োজন। এরপর নানা আন্দোলনের মধ্য দিয়ে ১৯১০ সালের ১৯ জুন, অর্থাৎ জুন মাসের তৃতীয় রবিবার বড় পরিসরে প্রথম বাবা দিবস পালিত হয়। প্রথম আনুষ্ঠানিক বাবা দিবসে শহরের তরুণ-তরুণীরা দুটি করে গোলাপ নিয়ে যান চার্চে। একটি লাল, অন্যটি সাদা। লাল গোলাপ জীবিত পিতার শুভেচ্ছার জন্য, আর সাদা গোলাপ মৃত পিতার আত্মার তুষ্টির জন্য। বিষয়টি পুরো মার্কিন গণমাধ্যমে প্রকাশিত হলে তা প্রশংসিত হয় ব্যাপকভাবে। ধীরে ধীরে বিভিন্ন রাষ্ট্রে শুরু হয় বাবা দিবস উদযাপন।
সিদীপেও এ দিবস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এবারের বাবা দিবসে সিদীপের প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ের সকল বাবা-সহকর্মীকে সংস্থার মানবসম্পদ বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়এবং প্রীতি-কার্ড দিয়ে অভিনন্দন জানানো হয়।