মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগারের শুভ উদ্বোধন

সিদীপের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ ইয়াহিয়ার নামে শাখা অফিসসমূহে ‘মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ২ জুলাই সিদীপের বড়াইগ্রাম এরিয়ার গোপালপুৱ-লালপুৱ শাখায় প্রতিষ্ঠা করা হয় প্রথম মুক্তপাঠাগারটি । স্থানীয় সিরাজীপুর দাঁইড়পাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বারন্দায় পাঠাগারটি স্থাপন করা হয়। স্কুলটির সব শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গোপালপুর-লালপুর শাখার ম্যানেজার, শিক্ষা সুপারভাইজার এবং সব কর্মকর্তার উপস্থিতিতে পাঠাগারটি উদ্বোধন করেন বড়াইগ্রাম এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব মো. শামসুল আলম।

 

চিত্রঃ মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার