রাজেন্দ্রপুরের বিসিডিএম-এ সিদীপের প্রোগ্রাম মিটিং
গত ২৪ ও ২৫ জুলাই সাভারের রাজেন্দ্রপুরস্থ ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (বিসিডিএম)-এ অনুষ্ঠিত হয়েছে সিদীপের প্রোগ্রাম মিটিং। সিদীপের সকল ডিস্ট্রিক্ট ম্যানেজার,, এরিয়া ম্যানেজার ও এসএলডিপি কর্মকর্তা এ প্রোগ্রাম মিটিং-এ অংশ নেন এবং সিদীপের উন্নয়নযাত্রা আরো বেগবান করে তুলতে অঙ্গীকারাবদ্ধ হন। সিদীপের পরিচালক (মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম) জনাব এ. কে. এম. হাবিব উল্লাহ আজাদের তত্ত্ববধানে অনুষ্ঠিত এই প্রোগ্রাম মিটিংএ গত অর্থবছরের কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা এবং নতুন অর্থবছরের কাজের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ মিটিং উদ্বোধন ও সমাপ্তি ঘোষণা করেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা। সিদীপের পরিচালক ( ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স) জনাব এস. এ. আহাদ এবং শীর্ষ কর্মকর্তাগণ এ মিটিং-এ উপস্থিত ছিলেন।