সিদীপ আয়োজিত পানি উন্নয়ন ব্যবস্থাপনা ও স্যানিটেশনের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ
১ এপ্রিল কুমিল্লার ব্র্যাক লার্নিং সেন্টারে সিদীপ দিনব্যাপী পানি উন্নয়ন ব্যবস্থাপনা ও স্যানটিশেনের ওপর দক্ষতা বৃদ্ধির জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করেছিল। বাংলাদেশ রুরাল ওয়াশ ফর এইচসিডি-এর আওতায় পল্লী র্কম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের (পিএমইউ) সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশ নেন সিদীপের প্রোগ্রাম কো-অর্ডিনেটরগণ এবং চট্টগ্রাম বিভাগে সিদীপের কর্ম এলাকার ডিস্ট্রিক্ট ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার এবং ব্রাঞ্চসমূহের লোকাল অন্টাপ্রেনিওরগণ (এলই)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আবদুল মতীন, মহাব্যবস্থাপক (কার্যক্রম) এবং প্রকল্প সমন্বয়কারী (বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি)। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ-এর উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম) জনাব মো. আশরাফুল হক। সভাপতিত্ব করেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা।