গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসে সিদীপ

সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) যথাযথ মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে  শাখাসমূহের সিদীপকর্মিগণ স্থানীয় প্রশাসন আয়োজিত আলোচনা সভা এবং অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ ছাড়া সিদীপ ওয়েবসাইটে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের গণহত্যায় সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ল্যান্ডিং ব্যানার প্রদর্শন করা হয়।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৩ মার্চ সিদীপের প্রধান কার্যালয় সিদীপ ভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া, সিদীপের পরিচালক-ফিনান্স অ্যান্ড ডিজিটাইজেশন জনাব এস. এ. আহাদ এবং পরিচালক-প্রোগ্রাম জনাব এ. কে. এম. হাবিব উল্লাহ আজাদসহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন। সংস্থার নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা বাইরে থাকায় জুমে এ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভায় আলোচকগণ মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। একজন আলোচক মুক্তিযুদ্ধে তার বাবার অংশগ্রহণের সাহসী কাহিনির স্মৃতিচারণ করেন। মূল আলোচনায় সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে ১৯৭১ সালের এই দিনগুলোতে স্বাধীনতা অর্জনের নানা কর্মকাণ্ডে তার ব্যক্তিগত অংশগ্রহণের স্মৃতিচারণ করেন। আলোচনা পর্ব শেষে স্বাধীনতার ওপর দুটি কবিতা আবৃত্তি করা হয়। ২৬ মার্চ সূর্যোদয়ের সময় সিদীপ প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ের সব শাখা অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সূর্যাস্তের সময় তা নামানো হয়।

সিদীপের মাঠ পর্যায়ের সকল কর্মী স্থানীয় প্রশাসন আয়োজিত আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শন ইত্যাদি অনুষ্ঠানে অংশ নেন। সিদীপের শিক্ষা সহায়তা কর্মসূচির শিক্ষাকেন্দ্রগুলোতে জাতীয়সঙ্গীত পরিবেশনের পর শিক্ষিকাগণ শিশুদের উদ্দেশে স্বাধীনতা দিবস সম্পর্কে বক্তব্য রাখেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন। এ ছাড়া সিদীপ ওয়েবসাইটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ল্যান্ডিং ব্যানার প্রদর্শন করা হয়।